আপনার সাফল্যের পথ আবিষ্কার করুন

জেনারেল শিক্ষিত ভাই-বোনদের জন্য ইসলামী দ্বীন শিক্ষার অনলাইন ভিত্তিক একটি অনন্য প্রতিষ্ঠান

আমাদের কোর্সসমূহ

ইসলামে ইলমের গুরুত্ব অপরিসীম। মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই- اِقْرَاْ- পড়, ইলম অর্জন কর। ইসলাম থেকে ইলমকে আলাদা করা অসম্ভব। ইসলামের প্রতিটি অংশের মধ্যেই ইলম বিরাজমান। জেনারেল শিক্ষিত ভাই-বোন দের কথা মাথায় রেখে দ্বীন পালনে সহায়ক এমন বিষয় নিয়েই আমাদের কোর্সগুলো সাজানো হয়েছে।

০১.

অর্থসহ নামাজ শিক্ষা

“নামাযীরা পাবে জান্নাতে সম্মানজনক আসন যারা নিজেদের সালাত হেফাযত করে, (পরকালে) তারা (অতীব) মর্যাদাসম্পন্ন জান্নাতে অবস্থান করবে।” (সূরা ৭০; মা’আরিজ ৩৪৩৫)। আর এই সুযোগ কে স্থায়ী ভাবে কাজে লাগানোর জন্যই সহিহ ভাবে সালাত শেখা টা জরুরী। কোর্স টি বিশেষ ভাবে জেনারেল শিক্ষিত বিভিন্ন বয়সের ভাই-বোন দের জন্য সাজানো হয়েছে।

০২.

কুরআন শিক্ষা

নবী করীম (সা.) ইরশাদ করেন, যারা সহিহ-শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, তারা নেককার সম্মানিত ফেরেশতাগণের সমতুল্য মর্যাদা পাবে এবং যারা কষ্ট সত্ত্বেও কোরআন সহিহ-শুদ্ধভাবে পড়ার চেষ্টা ও মেহনত চালিয়ে যায়; তাদের জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। এই হাদিসের উপর আমলের নিমিত্তে সাজানো কোর্স টি ব্যতিক্রম ধর্মী।

০৩.

ফরযে আইন

ফরযে আইন এর ইলম শেখা ছাড়া ঈমান শেখা হয় না। ফরযে আইন ইলম বলতে বোঝায়, যে পরিমাণ ইলম সবার জন্য শেখা ফরয। শেখার দুটি স্তর আছে। এক হচ্ছে, জ্ঞান অর্জন করা, আরেকটা হল প্রায়োগিক শিক্ষা। যা শিখবেন ওটার প্রয়োগ করার অনুশীলন করতে হবে। শুধু জ্ঞান অর্জন করলাম তাহলে এই শেখা পরিপূর্ণ হল না।

আপনার ইলমকে আরো একধাপ এগিয়ে নিতে

আমাদের উদ্দেশ্য

এ যুগের ফিতনা- ফাসাদ মুক্ত একদল সলেহীন বান্দাদের কাফেলা গড়া।

আমাদের লক্ষ্য

১। সঠিক কুরআন ও হাদীস এর জ্ঞ্যান সকলের কাছে পৌছে দেয়া
২। জীবন ঘনিষ্ঠ দ্বীন এর জ্ঞ্যান গুলো প্রাত্যহিক জীবনে বাস্তবিক অর্থে প্রয়োগে সহযোগীতা করা

আমাদের বৈশিষ্ট্য

  • একটি ক্লাসে সর্বোচ্চ ২৫ জন নেওয়া হয়
  • গুগল মিট ও ক্লাসরুম এর মাধ্যমে ক্লাস পরিচালনা করা হয়
  • ক্লাসের বাইরে স্টুডেন্ট গ্রুপে পরামর্শ দেওয়া হয়
  • প্রতিদিনের পড়া ক্লাসে পড়ানো হয়, ক্লাসের বাইরে পড়ার প্রয়োজন হয় না।
  • লাইভ ক্লাসের ভিডিও রেকর্ড দেওয়া হয়

সলেহীনদের কাফেলায় যোগ দিন

আপনার দ্বীন শিক্ষা শুরু করুন আজই আমাদের সাথে এবং নিজেকে গড়ে তুলুন একজন সলেহীন বান্দা হিসেবে

Scroll to Top